ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৃষ্টির চোখ রাঙানি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টির চোখ রাঙানি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে

ব্রিস্টল থেকে ক্রীড়া প্রতিবেদক : ‘রেইন রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন এনাদার ডে, বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ান্টস টু প্লে’ ।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ড্রেসিং রুমের সামনে এমন প্ল্যাকার্ড টানানো থাকলে মন্দ হয় না। দুই দলের জন্য আগামীকালের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের লড়াইয়ে দুই দলই প্রত্যাশা করছে জয়। কিন্তু বৃষ্টির বাঁধায় ম্যাচ হবে কিনা তা নিয়েই শঙ্কা। 

ব্রিস্টলে গত কয়েক দিন ধরেই বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস, মঙ্গলবার পুরো দিনই ঝরবে বৃষ্টি।  তাই ম্যাচ পন্ড হতে পারে যেকোনো মুহূর্তে।  গত শুক্রবার এ মাঠেই মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা।  বৃষ্টির দাপটে একটি বলও মাঠে গড়ায়নি। তাই বাংলাদেশ ও শ্রীলঙ্কা, উভয় দলই রয়েছে দূর্ভাবনায়।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন মাশরাফি বিন মুর্তজা।  বৃষ্টি নিয়ে উৎকন্ঠার কথা বোঝা গেল মাশরাফির কন্ঠে, ‘ম্যাচ না হলে আমাদের জন্য সমীকরণ অনেক কঠিন হয়ে যাবে। আগের দুইটার একটা জিতলে এত কঠিন নাও হতে পারত। এখন খুবই প্রয়োজন ম্যাচটা হওয়ার। অবশ্যই আমরা চাইছি যেন ম্যাচটা হয়। ’

মাশরাফির পরপরই সংবাদ সম্মেলনে এসেছিলেন জন লুইস।  শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে তিনি কাজ করছেন।  তার কন্ঠেও একই সুর,  ‘শেষবার এখানে আমরা যখন এসেছিলাম…ম্যাচটি বৃষ্টিতে পন্ড হয়েছিল। এটা বিরক্তিকর। আপনি চাইলেও অনেক কিছু করতে পারছেন না।  আমরা চাচ্ছি ম্যাচটি হোক। কিন্তু আবহওয়ার ওপর আমাদের কোনো হাত নেই।’

বাংলাদেশ দল অবশ্য নিজেদেরকে ভাগ্যবান ভাবতে পারে। সকাল ১০টায় আজ অনুশীলনে নামে বাংলাদেশ। কার্ডিফে ও ওভালে বৃষ্টিতে ব্যাহত হয়েছিল অনুশীলন। সেখানে আজ ঝকঝকে আকাশের নিচে নিজেদের পরিপূর্ণভাবে ঝালিয়ে নিতে পেরেছে।  বাংলাদেশের পরপরই মাঠে নামে শ্রীলঙ্কা।  বৃষ্টিতে ৩০ মিনিটের বেশি অনুশীলন করতে পারেনি লঙ্কানরা।  অনুশীলনে নামার আগে চন্ডিকা হাথুরুসিংহে কুশল বিনিময় করেন বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে।  তার মুখেও বৃষ্টি নিয়ে উৎকন্ঠা, ‘আবহাওয়া তো প্রতিকূলে মনে হচ্ছে।  আগামীকালের ম্যাচেও বৃষ্টি থাকতে পারে।  আমরা তো খেলতে মুখিয়ে আছি।’



রাইজিংবিডি/ব্রিস্টল/১০ জুন ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়