ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ব্রিস্টলের বর্তমান চিত্র

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রিস্টলের বর্তমান চিত্র

ব্রিস্টল থেকে ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে শঙ্কা।  বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা বেশি। 

মঙ্গলবার সকাল থেকেই ব্রিস্টলের আকাশের মন খারাপ।  কালো মেঘে ঢেকে রয়েছে পুরো শহর।  গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল গতকাল রাত থেকেই। সকালেও সেই একই অবস্থা।  বৃষ্টির সঙ্গে তীব্র বাতাস।  এ অবস্থায় খেলার চিন্তা করা যায় সামান্যই। ব্রিস্টলে আজ সারাদিন বৃষ্টির পূর্বাভাস।  এমন পূর্বাভাসে ‘ভীত’ দুই দলই।

দুই দলই মাঠে নামতে মুখিয়ে।  কিন্তু বৃষ্টির দাপটে এখনও হোটেল বন্দী দুই দল।  নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দলের কোনো ক্রিকেটার, কোচিং স্টাফ সকাল ৯টা ১৫ এর ভেতরে মাঠে প্রবেশ করেনি। স্টেডিয়ামের আশে-পাশে কোনো সমর্থকদেরও চোখে পড়েনি।


ব্রিস্টল ক্রিকেট গ্রাউন্ডের বর্তমান চিত্র তুলে ধরছে রাইজিংবিডি :



মাঠের বাইরের চিত্র। নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবকরা গেটের বাইরে দাঁড়িয়ে। 

 


গেটের বাইরে গণমাধ্যমকর্মীদের ব্যস্ততা। সরাসরি দর্শকদের সবশেষ অবস্থা জানাচ্ছেন তারা। 

 


মাঠের সবশেষ অবস্থা। কভার করা সেন্ট্রাল উইকেট।

 


দর্শকশূন্য গ্যালারি। বৃষ্টির কারণে কাউকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। 

 


কালো মেঘে ঢাকা ব্রিস্টলের আকাশ। এই ভেন্যুতে শেষ ম্যাচটিও বৃষ্টিতে পণ্ড হয়েছিল।
 

মাঠে প্রবেশ করেনি দুই দলের ক্রিকেটাররা। নিরাপত্তাকর্মীরাও রয়েছেন ফুরফুরে মেজাজে।

 

প্রি-ম্যাচ প্রোডাকশনের কাজ করে নিচ্ছেন শ্রীলঙ্কান প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।

 

 

 

 

রাইজিংবিডি/ব্রিস্টল/১১ জুন ২০১৯/ইয়াসিন/আমিনুল 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়