ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাকিবকে পাওয়া যাবে পরের ম্যাচেই

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিবকে পাওয়া যাবে পরের ম্যাচেই

ব্রিস্টল থেকে ক্রীড়া প্রতিবেদক: ঊরুর চোটে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে সাকিব আল হাসানের খেলা নিয়ে ছিল সংশয়।

ব্রিস্টলে বৃষ্টিতে ম্যাচ পন্ড হওয়ায় সাকিবের মাঠে নামা নিয়ে মাথা ঘামাতে হয়নি টিম ম্যানেজম্যান্টকে। তবে সাকিবের শতভাগ ফিটনেস নিয়ে চিন্তিত দল।  আজ যদি খেলা হতো সাকিব মাঠে নামতেন চোট নিয়ে।  বিশ্বকাপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব নিজেকে সরিয়ে রাখতেন না কোনোভাবেই। তাই তার মাঠে নামা ছিল নিশ্চিত। 

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৭ জুন।  বিশ্বকাপের সবথেকে ‘ছোট মাঠ’ টয়োটনে বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে।  ওই ম্যাচের আগে সাকিব শতভাগ ফিটনেস ফিরে পাবে বলে বিশ্বাস করে টিম ম্যানেজম্যান্ট।  দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম রাইজিংবিডিকে বলেছেন,‘যেহেতু গ্যাপ আছে অনেক দিনের তাই আমরা আশাবাদী সাকিব পরের ম্যাচেই ফিরবেন। ওর যেই ইনজুরি সেটায় আসলে প্রয়োজন বিশ্রাম। পর্যাপ্ত বিশ্রাম পেলে এসব চোট সেরে যায়।’

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ ঊরুতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। সেঞ্চুরির পর আগ্রাসী ব্যাটিংয়ের সময় হঠাৎ ঊরুতে টান পড়ে তার। তিন দিন হলো সাকিব পুরোপুরি বিশ্রামেই আছেন। হাঁটাচলা করছেন স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে পাঁচদিন গ্যাপ আছে।  মাশরাফিরও বিশ্বাস এ সময়ের মাঝে সাকিব পুরোপুরি ফিট হয়ে যাবেন, ‘আমি মনে করি সাকিব সুস্থ হয়ে যাবে।  পাঁচদিনের মতো সময় আছে হাতে। ’




রাইজিংবিডি/ব্রিস্টল/১১ জুন ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়