ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শর্ট বলে ‘হোমওয়ার্ক’ করে নামছে বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শর্ট বলে ‘হোমওয়ার্ক’ করে নামছে বাংলাদেশ

টনটন থেকে ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের পেসারদের মূল অস্ত্র শর্ট বল। শরীরের ওপর তাক করা বাউন্স। একের পর এক শর্ট বল। গতির সঙ্গে সুইংয়ের অসাধারণ মিলনে ক্যারিবীয় পেসাররা অনন্য।

ক্যারিবীয় পেসারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে। শুরুতেই তাদেরকে সামলাতে হবে তামিমকে। দেশের সেরা ওপেনার জানালেন, নিজেদের হোমওয়ার্ক তারা খুব ভালোভাবেই করে রেখেছেন। ফলে ক্যারিবীয়দের শর্ট বলে কোনো ‘ভয়’ নেই বাংলাদেশ শিবিরে।

এশিয়ার আগের দল পাকিস্তানের বিপক্ষে হেসেখেলে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে তারা পাকিস্তানকে ১০৫ রানে অলআউট করেছিল। পাকিস্তানের ৭ ব্যাটসম্যানকে তারা আউট করেছিল শর্ট বলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচেও তাদের বোলাররা ৫ উইকেট নিয়েছিলেন শর্ট বলে। দক্ষিণ আফ্রিকা বিপক্ষে তাদের ম্যাচ পণ্ড হয়েছিল বৃষ্টিতে। ওই ম্যাচে তারা নিয়েছিল ২ উইকেট, দুটিই শর্ট বলে।

বাংলাদেশের ব্যাটসম্যানরা এমনিতেই শর্ট বলে দুর্বল। দ্রুতগতির বল খেলে অভ্যস্ত নয়। অন্যদিকে শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, জেসন হোল্ডাররা ভয়ানক। তাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল ও ওশানে টমাস।  যদিও শেষ আয়ারল্যান্ড সিরিজে রোচ, হোল্ডার ও গ্যাব্রিয়েলদের দারুণভাবেই সামলেছেন সৌম্য, সাকিব, তামিমরা। সৌম্য ছিলেন দারুণ। শর্ট বলে একটুও জড়তা দেখাননি। বিশ্বকাপেও নিয়ে এসেছেন একই ফর্ম।

তামিম অফফর্মে থাকলেও শর্ট বল সামলাতে সংকোচ বোধ করছেন না,‘কন্ডিশন ভিন্ন। হয়তো শর্ট বল আরো ভয়ানক হবে। তবে আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি একদিন পর তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে।

অনুশীলনে শনিবার তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহদের সাইড-আর্ম থ্রোয়ারে বল করেছেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। বেশিরভাগ সময়ই তারা বল ডাক করেছেন। কখনো কখনো আলতো ব্যাটে খেলেছেন। বলের পেছনে গিয়ে সোজা ব্যাট চালিয়েছেন দুই-একবার। সিনিয়র ক্রিকেটাররা একটু দেখেশুনে খেললেও সৌম্য আগ্রাসন দেখিয়েছেন। বলের ওপর গিয়ে শট খেলেছেন। বেশ কয়েকটি গিয়ে পড়েছিল গ্যালারিতে।

‘প্রতিটি ম্যাচের আগেই তো চেষ্টা থাকে প্রতিপক্ষ আপনাকে কী টার্গেট করবে সেভাবে প্রস্তুতি নিতে। বেশিরভাগ সময় ওরা আমাদের এই টার্গেটটা (শর্ট বল) করে। বিশেষ করে ওরা প্রথম ১০-১৫ ওভার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হোক, শ্রীলঙ্কা হোক ওরা এটা করে। পাকিস্তানের সঙ্গেও দেখলাম। ওরা এই জিনিসটার ওপর ফোকাস করে। পাশাপাশি শর্ট বলের সঙ্গে রান করার বলও দিচ্ছে। ওই জিনিসটা হ্যান্ডেল করে সুযোগটা কাজে লাগাতে পারলে আমাদের সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে’ – বলেছেন তামিম।

 

 

রাইজিংবিডি/টনটন/১৬ জুন ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়