ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অফস্পিনে ফাঁদ পাতছে বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৩, ১৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অফস্পিনে ফাঁদ পাতছে বাংলাদেশ

টনটন থেকে ক্রীড়া প্রতিবেদক: সোহাগ গাজী নেই।  আছেন ক্রিস গেইল।  সোহাগ গাজী থাকলে যা হতো তাই করতে যাচ্ছে বাংলাদেশ।  অফস্পিনে ক্রিস গেইলের ভয়ের কথা মোটামুটি সবারই জানা।

গাজীর বিপক্ষে গেইলের রয়াসন তো পরিসংখ্যানের পাতায় টিকে আছে অনন্য অর্জন হয়ে।  গেইলকে আটকাতে বাংলাদেশ কয়েক বছর আগেও যেভাবে পরিকল্পনা সাজাতো এখনও সেই পথে হাঁটছে। শুধু গেইল নয়, ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানদের আটকাতে অফস্পিনে ফাঁদ পাতছে বাংলাদেশ।  অফস্পিনার মেহেদী হাসান মিরাজকে ঘিরেই সব পরিকল্পনা বাংলাদেশের। সাথে মোসাদ্দেক ফ্রি। বাঁহাতি স্পিনার সাকিব তো বরাবরই ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়ান। 

গত বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গেইল, লুইস, হেটমায়ার, ব্রাভোদের বিপক্ষে সফল ছিলেন মিরাজ।  ৩ ম্যাচে ৩ উইকেট নিলেও মিরাজের ইকোনমি ছিল ৪.০৬।  ইনিংসের শুরুতে গেইল, লুইসকে আটকানোর ছিল দায়িত্ব ছিল মিরাজের। সেই কাজটা বেশ ভালোভাবেই করেছেন ডানহাতি স্পিনার।

বছরের শেষ প্রান্তে ঘরের মাঠে মিরাজ ছিলেন সর্বোচ্চ উইকেট টেকার। ৩ ম্যাচে পেয়েছিলেন ৬ উইকেট। ওয়ানডের পাশাপাশি টেস্ট সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে সফল ছিলেন মিরাজ।  বাংলাদেশ যে স্পিনে আক্রমণ চালাবে তা ম্যাচের আগের দিনই বলে দিয়েছেন অধিনায়ক মাশাফি।  ‘হ্যাঁ আমরা ওদের বিপক্ষে অফস্পিনে অনেক সফল।  আমাদেরকে অবশ্যই বিষয়টি মাথায় রাখতে হবে।  সাম্প্রতিক সময়ে মিরাজ ওদের বিপক্ষে দারুণ বল করেছে।  বিশ্বকাপেও সে ধারাবাহিক।  ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষেও সফল সে।’

‘ওদের টপ অর্ডারে পাঁচজন বাঁহাতি আছে।  মিরাজ ওদের বিপক্ষে ভালো বোলিং করেছে এর আগে। এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক।  তবে আমাদেরকে মাঠের আকৃতি নিয়েও ভাবতে হবে।  ওয়েস্ট ইন্ডিজের ক্ষমতা আছে আগ্রাসন দেখানোর। ’- অধিনায়ক মাশরাফি।  বাংলাদেশ অতীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অফস্পিনে সফল হয়েছে।  যেহেতু দুই ওপেনার ও টপ অর্ডারে অনেকগুলো বাঁহাতি ব্যাটসম্যান তাদের, মিরাজকে শুরুতেই আক্রমণে আনার পরিকল্পনা বাংলাদেশের।  মিরাজের ঘূর্ণির ছোবলে গেইল, লুইস, হেটমায়াররা উইকেট হারাবেন এমনটাই চাওয়া প্রত্যেকের।




রাইজিংবিডি/টনটন/১৭ জুন ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়