ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ৬

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ৬

ফেনী সংবাদদাতা : ফেনীর লেমুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবাহী বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ছয়জন নিহত হয়েছে। এতে দুইজন আহত হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন সিএনজি অটোরিকশার চালক রুহুল আমিন (৫০)। অন্যদের পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা চারজন পুরুষ ও দুইজন মহিলার লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। নিহত রুহুল আমিন ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ডের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী শ্যামলী পরিবহনের বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং ফেনী জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যায়। 

পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।



রাইজিংবিডি/ফেনী/২৪ আগস্ট ২০১৮/সৌরভ পাটোয়ারী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়