ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘অতিরিক্ত আত্মবিশ্বাসী বাংলাদেশ, বেপরোয়া ওয়েস্ট ইন্ডিজ’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অতিরিক্ত আত্মবিশ্বাসী বাংলাদেশ, বেপরোয়া ওয়েস্ট ইন্ডিজ’

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে : বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির মতে, প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য বেপরোয়া ছিল ওয়েস্ট ইন্ডিজ। আর বাংলাদেশ ছিল অতিরিক্ত আত্মবিশ্বাসী।

টেস্ট ও ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ওয়ানডে সিরিজের দ্বিতীয়টায় জিতলেও শেষ ম্যাচে হেরে সিরিজ বিসর্জন দেয় সফরকারীরা। জয়ের জন্য ক্ষুধার্ত ছিল ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী খেলোয়াড়দের শরীরী ভাষাতেও ছিল আগ্রাসন।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই ক্যারিবীয় ক্রিকেটাররা ছিল দুর্দান্ত। বোলিংয়ে শুরুতে বাংলাদেশকে অল্পরানে আটকে রেখে ঝোড়ো ব্যাটিং করেছে তারা। তাতেই জয় নিশ্চিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। জয়ের জন্য তাদের বেপরোয়া মনোভাবকে বড় করে দেখছেন বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। 

‘আমরা যে সকল সিরিজ জিতেছি প্রতিটিতেই ভালো ক্রিকেট খেলেছি। প্রতিটি ফরম্যাটেই ভালো ক্রিকেট খেলেছি। আমাদের আত্মবিশ্বাস অবশ্যই ভালো ছিল সে সকল সিরিজে। কিন্তু আজ আমাদের দিন ছিল না। টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের জন্য বড় স্কোরের প্রয়োজন। কিন্তু আমরা ধারাবাহিকভাবে উইকেট হারিয়েছি। ওদের কৃতিত্ব দিতে হবে। ওরা সুযোগগুলোকে কাজে লাগিয়েছে। ওরা জয়ের জন্য কতটা বেপরোয়া ছিল, তা বোঝা গিয়েছে।’

বাংলাদেশের ব্যাটসম্যানদের রান না পাওয়ার জন্য অতি আগ্রাসনকে দায়ী করছেন ম্যাকেঞ্জি। পাশাপাশি অতিরিক্ত আত্মবিশ্বাসের কথাও বলেছেন তিনি। 

‘আমার কাছে মনে হচ্ছে আমরা আজ অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলাম। তিন ব্যাটসম্যানদের আউটের ধরন দেখুন…একজন বোলার ১৪০ গতিতে বল করছে তার বিপরীতে লিটন এগিয়ে এসে শট খেলছে! এটার জন্য বড় হৃদয়, সাহস এবং বিশ্বাসের প্রয়োজন। তামিম ফর্মে আছে কিন্তু স্কয়ারের ওপর দিয়ে খেলতে চেয়েছিল, পারেনি। সৌম্য একই কাজটি করেছে। ওরা একজন আরেকজনেরটা দেখে শিখেনি। আগ্রাসনের পর আগ্রাসন দেখিয়েছে। আগুন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে। অনেক সময় আপনাকে আক্রমণাত্মকের থেকে রক্ষণের কৌশল নিতে হবে।’

দ্রুতগতির বোলারদের খেলতে ব্যাটসম্যানদের আরো স্মার্ট ও বিচক্ষণ হওয়ার পরামর্শ দিলেন ম্যাকেঞ্জি, ‘নির্দিষ্ট বোলারদের বিপক্ষে আপনি কীভাবে গ্লেমপ্ল্যান তৈরি করছেন সেটার জররি। বৈচিত্র্যপূর্ণ বোলিং, ধীর-দ্রুত গতির বোলিংয়ের বিপক্ষে আপনাকে রান করতে হবে। কিন্তু ওই সমস্ত বোলার যখন ১৩৮-১৪০ গতিতে বোলিং করছে তাদের বিপক্ষে আপনাকে কৌশলী হতে হবে। বিচক্ষণ হতে হবে। তাদের গতি ব্যবহার করে রান করতে হবে।’’



রাইজিংবিডি/সিলেট/১৭ ডিসেম্বর ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়