ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে চেক বিতরণ

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ১২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে চেক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি : মোংলা-খুলনা রেলপথ নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে দুই কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহম্পতিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা।

বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম প্রমুখ।  

এ দিন জেলার ফকিরহাট ও রামপাল উপজেলার ৩৬ জন ক্ষতিগ্রস্ত জমির মালিকদের অনুকূলে দুই কোটি টাকার চেক হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সকল  মালিককে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।  

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা প্রয়োজন। মোংলা-খুলনা রেলপথ নির্মাণ হলে দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হবে।



রাইজিংবিডি/বাগেরহাট/১২ জানুয়ারি ২০১৭/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়