ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অন্যের ফেসবুক আইডি হ্যাক করে প্রশ্ন বিক্রি করতো তারা

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৭, ১৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অন্যের ফেসবুক আইডি হ্যাক করে প্রশ্ন বিক্রি করতো তারা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:  অন্যের ফেসবুক আইডি হ্যাক করে সে আইডি থেকে পোস্ট দিয়ে প্রশ্ন বিক্রি করতো তারা। শ্রীমঙ্গল থেকে প্রশ্নফাঁসকারী চক্রের এমন চার তরুণকে আটক করেছে র‌্যাব।

সিলেটের র‌্যাব-৯ এর প্রধান কার্যালয়ে বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে র‌্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) নাহিদ হাসান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল সদরের বিরাইমপুর বাবলা স্কুল সড়কের একটি বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।’

আটককৃতরা হচ্ছেন- শ্রীমঙ্গল উপজেলার বিরাইমপুর এলাকার মো. মকবুল আলীর ছেলে মো. শওকত হোসেন (১৯), মো. সৌরভ হোসেন (২১), শ্যামলী আবাসিক এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. আব্দুল কাদির (১৭) এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া(১৭)।

নাহিদ হাসান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেইজে বিজ্ঞাপন দিয়ে ফাঁসকৃত প্রশ্ন বিক্রি করতো এ চক্রটি। অভিযানকালে  তাদের কাছ থেকে ৬৯টি স্ক্রিনশট পাতা, ৫টি মোবাইল ফোন, ৯টি সিম কার্ড এবং ৪টি মেমরি কার্ড উদ্ধার করা হয়েছে।’

উদ্ধারকৃত স্ক্রিনশটসহ আটককৃতদের মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে ।

 

 

 

 

 

রাইজিংবিডি/ সিলেট/ ১৯ এপ্রিল ২০১৮/ নোমান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়