ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অপহরণের ১০ ঘণ্টার মধ্যে কলেজছাত্র উদ্ধার, আটক ৩

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অপহরণের ১০ ঘণ্টার মধ্যে কলেজছাত্র উদ্ধার, আটক ৩

ফরিদপুর প্রতিনিধি : অপহরণের ১০ ঘণ্টার মধ্যে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী অনিক কুমার ঘোষকে (২২) উদ্ধার করেছে র‌্যাব।

রোববার সকাল ৯টার দিকে তাকে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. সাদ্দাম হোসেন, মো. ফয়সাল ও মোখলেসুর রহমান।

অনিক সরকারি রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র।

র‌্যাব-৮ এর ফরিদপুরের কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, শনিবার রাত ১১টার দিকে শহরের পূর্ব খাবাশপুর এলাকা থেকে ওই ছাত্রকে অহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপন দাবি করে।

পরে র‌্যাব সদস্যরা ওই ছাত্রকে উদ্ধার করে। অপহরণের সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি জানান আটককৃতদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/ফরিদপুর/২১ মে ২০১৭/মো. মনিরুল ইসলাম টিটো/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়