ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অবশেষে ভিসা পেলেন আমির

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবশেষে ভিসা পেলেন আমির

ক্রীড়া ডেস্ক : ভিসা জটিলতায় আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে দলের সঙ্গে যেতে পারেননি মোহাম্মদ আমির। তাকে ভিসা দেয়নি ব্রিটিশ হাইকমিশন। তবে আজ মঙ্গলবার ভিসা পেয়েছেন আমির। আগামীকাল বুধবার সকালেই তিনি দেশ ছাড়বেন। ২৮ এপ্রিল কেন্টের বিপক্ষে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।

তার ভিসা পেতে দেরি হওয়ার কারণ সুনির্দিষ্ট করে জানা যায়নি। গুঞ্জন শোনা গিয়েছিল পাকিস্তান দলের হয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভিসা আবেদনের পাশাপাশি তিনি দীর্ঘমেয়াদের জন্য স্পাউস ভিসার জন্যও আবেদন করেছিলেন। যাতে করে ভবিষ্যতে তিনি ব্রিটিশ পাসপোর্ট পেতে পারেন। সেটা নিয়ে ব্রিটিশ হাইকমিশন কিছুটা দ্বন্দ্বে পড়েছিল। সে কারণেই ভিসা দিতে দেরি করে তারা। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড আমিরের স্পাউস ভিসার বিষয়টি গুঞ্জন বলে দাবি করেছে।

ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে মোহাম্মদ আমির যুক্তরাজ্যে কারাবরণও করেছেন। এরপর ২০১৪ সালে তিনি যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু সেটা বাতিল হয়ে যায়। এরপর ২০১৬ সালে পাকিস্তান দলের হয়ে ইংল্যান্ড সফরের সময়ও ভিসা জটিলতায় পড়েছিলেন। দেরিতে হলেও ভিসা পেয়ে খেলতে গিয়েছিলেন। ঐ বছরই তিনি পাকিস্তানী বংশোদ্ভুত একজন ব্রিটিশ নাগরিককে বিয়ে করেন। সে কারণে মাঝে মধ্যেই তিনি যুক্তরাজ্যে যাওয়া-আসা করেন। সবশেষ তিনি গেল বছর কাউন্টি ক্রিকেটে খেলেন। সে সময় তার প্রথম সন্তানের জন্ম হয়। খেলেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও।

আমির মূলত অনির্দিষ্ট সময়ের মেয়াদের ভিসার জন্য চেষ্টা করছেন। সেটা পেলে পরবর্তী পাঁচ বছরের মধ্যেই তিনি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়