ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অবশেষে মাইলফলকে মাহমুদউল্লাহ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবশেষে মাইলফলকে মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক: ‘সাইলেন্ট কিলার’ তকমাটার পরিচয় গতকাল আবারও দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে মুশফিকুর রহিমের সঙ্গে নির্ভরযোগ্য জুটিতে দলকে জেতান তিনি। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এমন জয়ের দিনে মাইলফলকে পৌঁছেন মাহমুদউল্লাহ।

নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল শেষ ম্যাচে মাঠে নামার আগে ৩ হাজার রানের মাইলফলকে পৌঁছতে ২৮ রান দরকার ছিল মাহমুদউল্লাহর। দলের জয়ে ৪৬ রানের ইনিংস খেলে গতকাল সেটা ছুঁয়ে ফেলেন তিনি। ওয়ানডেতে ৩ হাজার রানের মাইফলফলক ছাড়ানো এখন পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।

তিন হাজার রানের মাইলফলকে পৌঁছতে মাহমুদউল্লাহকে খেলতে হয়েছে ১৪১টি ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর অভিষেক ২০০৭ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। অভিষেক ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে খেলেছিলেন ৩৬ রানের ইনিংস। এরপর জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। এখন পর্যন্ত ১৪১ ওয়ানডেতে নামের পাশে যোগ করেছেন ১৭ হাফ সেঞ্চুরি ও দুই সেঞ্চুরি। ওয়ানডেতে ৩ হাজার ১৮ রান থাকা মাহমুদউল্লাহর সর্বোচ্চ ইনিংসটি ১২৮ রানের।




রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়