ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

অভিযান ছিল রুটিন ওয়ার্ক : স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিযান ছিল রুটিন ওয়ার্ক : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে যেকোনো জায়গায় অভিযান পরিচালনা করতে পারে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেই তারা এটি করে। আর রুটিন ওয়ার্কের অংশ হিসেবেই বিএনপির চেয়ারপারসনের অফিসে অভিযান পরিচালনা করা হয়।

রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোয়েন্দা তথ্য ছিল। মূলত এ কারণে ওই অভিযান পরিচালনা করা হয়। কিছু না পেয়ে আবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফিরে আসেন। কাউকে কোনো  ধরনের হয়রানিও করেনি। আর এ নিয়ে রাজনীতিক বক্তব্য দেওয়ার কি আছে। রাজনীতি করারও কোনো সুযোগ নেই।’

সাংবাদিকদের অপর প্রশ্নে মন্ত্রী কামাল বলেন, ‘বনানীতে দুই তরুণী ধর্ষণ ঘটনার এখনও তদন্ত চলছে। তদন্তে পুলিশের কোনো গাফিলতি পাওয়া গেলে সেক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আগেই বলেছি অপরাধ করে কোনো  প্রভাবশালীও পাড় পাবেন না। কেননা এ সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৭/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়