ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘অভিযোগ পেলে সিটিং সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ২৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অভিযোগ পেলে সিটিং সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা শহরে সিটিং সার্ভিসের নামে পরিবহন ব্যবসা চলছে, এ অভিযোগ পেলে বিআরটিএর সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার রাত ৮টায় ডিএমপির ফেসবুক পেজে লাইভে তিনি এ কথা বলেন।

সিটিং সার্ভিস ভাড়া নিয়ে নৈরাজ্য করছে, এর বিরুদ্ধে ডিএমপির অবস্থান কী? এ প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সিটিং সার্ভিস বন্ধ করা আমাদের একার পক্ষে সম্ভব নয়। এজন্য বিআরটিএর সহযোগিতা লাগবে। যদি কেউ আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেন, তাহলে আমরা বিআরটিএর সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব।’



রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়