ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শিক্ষাধারা আয়োজিত সমাবেশে এ দাবি জানান বক্তারা।

সমাবেশে জাতীয় শিক্ষাধারার প্রধান পৃষ্ঠপোষক ও নুতনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, ভারপ্রাপ্ত সভাপতি শান্তা ফারজানা, জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি চঞ্চল মেহমুদ কাশেম, আলতাফ হোসেন রায়হান, আনোয়ার হোসেন সাঈদী, লালমনিরহাট সেভ দ্য রোড- এর সমন্বয়ক মাহফুজুর রহমান, জাতীয় শিক্ষাধারার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অনলাইন প্রেস ইউনিটির সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, জাতীয় আদিবাসীধারার সাধারণ সম্পাদক লিটন দ্রং, জাতীয় শিক্ষাধারার সহ-সভাপতি মামুন বাবুল, পাবনা অনলাইন প্রেস ইউনিটির সমন্বয়ক রাকিব আল হাসান, জাতীয় শিক্ষাধারার সহ-সম্পাদক হুমায়ুন কবির  বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘আমরা আর কোন অরিত্রীকে হারাতে চাই না। সংশ্লিষ্ট সকল অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, টাকার রাজনীতি আর এই দেশে চলবে না। চলবে না শিক্ষা নিয়ে বাণিজ্যও। আর তাই সবার ঐক্য চাই। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৮/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়