ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অর্থনৈতিক অঞ্চলে শতভাগ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অর্থনৈতিক অঞ্চলে শতভাগ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে

ছবি : নাসির উদ্দিন

অর্থনৈতিক প্রতিবেদক : অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্প-কারখানায় শতভাগ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘জ্বালানির মূল্য নির্ধারণ : শিল্পখাতে এর প্রভাব’ শীর্ষক সেমিনারে এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বলেন, ‘বর্তমান সরকার ২০০৯ সাল থেকেই গ্যাস ব্যবস্থাপনার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে এবং এজন্য গ্যাস ব্যবস্থাপনার একটি মহাপরিকল্পনাও হাতে নিয়েছে। গ্যাস উত্তোলনের ক্ষেত্রে সম্ভাবনা, খরচ এবং সেই প্রেক্ষিতে প্রাপ্তির বিষয়টি সামঞ্জস্যকর বা ন্যূনতম লাভজনক হচ্ছে কি না, তা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। গ্যাস ক্ষেত্রের কূপ খননের বিষয়টি মোটেও সহজসাধ্য বিষয় নয়। এই কাজের জন্য জন্য বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি সময় প্রয়োজন এবং সেই সাথে প্রাপ্ত গ্যাসের পরিমাণ খরচ ও সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কি না, তা নিশ্চিত করা খুবই জরুরী।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে গ্যাসের চাহিদা প্রায় ৪০০০ এমএমসিএফডি, উৎপাদন হচ্ছে ২৭০০ এমএমসিএফডি গ্যাস এবং দেওয়া হচ্ছে প্রায় ৩৪০০ এমএমসিএফডি গ্যাস। নিজস্ব গ্যাসে উৎপাদিত বিদ্যুতের উৎপাদন খরচ ইউনিট প্রতি ২ দশমিক ৫৭ টাকা।  নিজস্ব কয়লা দিয়ে উৎপাদিত বিদ্যুতের জন্য খরচ পড়বে ৬ টাকা, অন্যদিকে আমদানিকৃত কয়লা দিয়ে উৎপাদন করা বিদ্যুতের খরচ পড়ছে ইউনিট প্রতি ৮ দশমিক ১০ টাকা।  গ্যাস যেহেতু প্রাকৃতিক সম্পদ কাজেই এর যথাযথ এবং পরিমিত ব্যবহার নিশ্চিত করা জরুরী।’

তিনি বলেন, ‘গ্যাস ও বিদ্যুৎ খাতে সরকার বিপুল পরিমাণে ভর্তুকি দেয়। অথচ এই দুই খাতে অপরিশোধিত বিলের পরিমাণ বর্তমানে প্রায় ১২ হাজার কোটি টাকা। কাজেই এই বকেয়া বিল পরিশোধ করা খুবই জরুরী। ছড়িয়ে-ছিটিয়ে বিচ্ছিন্ন স্থানে শিল্প কারখানা স্থাপন না করে প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলসমূহে শিল্প-কারখানা স্থাপন ও স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলে সরকার নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।’

এ সময় স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি ওসামা তাসীর বলেন, ‘চলতি বছরের মার্চ মাসে পেট্রোবাংলা এবং অন্যান্য গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহ গ্যাসের ক্ষেত্রে গড়ে ১০২ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাবনা করে। এর মধ্যে ১৩২ শতাংশ শিল্পখাতে, ক্যাপটিভ পাওয়ারের জন্য ৯৬ শতাংশ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০৮ মূল্যবৃদ্ধির প্রস্তাবনা করা হয়।’

তিনি বলেন, ‘শিল্প উৎপাদন অব্যাহত রাখতে অধিকতর চাপ সম্পন্ন গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা খুবই জরুরী।  আর প্রস্তাবিত মূল্য বৃদ্ধির হার কার্যকর হলে শিল্পখাতের উৎপাদন খরচ বাড়বে। বিশেষ করে সার, বস্ত্র, ডেনিম, তৈরি পোশাক, সিমেন্ট, স্টিল প্রভৃতি খাতসমূহের ওপর প্রভাব পড়তে পারে।’

ঢাকা চেম্বারের সভাপতি বলেন, ‘ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও কম্বোডিয়া প্রভৃতি প্রতিযোগী দেশের সাথে ব্যবসায় টিকে থাকতে হলে, আমাদের অবশ্যই স্বল্পমূল্যে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। একইসাথে এলএনজির মূল্য নির্ধারণের ওপর গবেষণা পরিচালনা, আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা কমানো, সিস্টেম লস কমানো এবং ৩-৫ বছর মেয়াদী গ্যাস মূল্য নীতিমালা প্রণয়ন জরুরী।’

সেমিনারে বিদ্যুৎ বিভাগের প্রাক্তন সচিব ড. এম ফওজুল কবির খান বলেন, ‘গ্যাসের প্রস্তাবিত মূল্য বৃদ্ধি করা হলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় ৯৩ দশমিক ৭৩ শতাংশ মূল্য বৃদ্ধি পাবে, পাশাপাশি টেক্সটাইল, সিমেন্ট ও স্টিল খাতে যথাক্রমে ১৮ দশমিক ৬ শতাংশ, ১ দশমিক ৯৩ শতাংশ এবং ৭ দশমিক ৩৭ শতাংশ উৎপাদন ব্যয় বাড়বে।’

তিনি অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ, এলপিজি ব্যবহারকে উৎসাহিতক করা এবং পিক ও অফপিক সময়ে আলাদা ট্যারিফ প্রবর্তনের প্রস্তাব করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. বদরুল ইমাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইজাজ হোসেন, ডিসিসিআই পরিচালক নূহের লতিফ খান, ইঞ্জিনিয়ার মো. আল আমিন, প্রাক্তন ঊর্ধ্বতন সহসভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, প্রাক্তন সহসভাপতি এম আবু হোরায়রাহ, প্রাক্তন পরিচালক হুমায়ুন রশিদ, পিডিবির প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, ডিসিসিআই পরিচালক শামস মাহমুদ, আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, ইঞ্জিনিয়ার মো. আল আমিন, মোহাম্মদ বাশীর উদ্দিন, এস এম জিল্লুর রহমান প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৯/নাসির/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়