ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অশরীরি ঊর্মিলা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৩, ১৫ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অশরীরি ঊর্মিলা

ঊর্মিলা শ্রাবন্তী কর

বিনোদন ডেস্ক : জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। চরিত্রের প্রয়োজনে নানাভাবে পর্দায় হাজির হয়েছেন। এবার অশরীরি এক নারীর চরিত্রে অভিনয় করলেন তিনি।

ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা ও পরিচালনায় ‘ভুল গল্প’ নামের একক নাটকে তাকে এমন চরিত্রে দেখা যাবে। এতে ঊর্মিলার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এফএস নাঈম।

রহস্যঘেরা গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এ প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ রুমেল রাইজিংবিডিকে বলেন, ‘গ্রামের ছেলে নাঈম। ঢাকায় আসে পড়াশোনোর উদ্দেশ্যে। পড়াশোনা শেষে গ্রামে ফিরে যায় সে। এতে বাদ সাধে তার বাবা-মা। পরিবারের বক্তব্য, টাকা-পয়সা খরচ করে পড়াশোনা করিয়েছি গ্রামে থাকার জন্য না! আসলে নাঈম ঊর্মিলাকে খুন করে গ্রামের বাড়ি পাড়ি জমায়। এরপর রহস্যময় নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে নাটকটির কাহিনি।’ 

চরিত্র প্রসঙ্গে ঊর্মিলা শ্রাবন্তী কর রাইজিংবিডিকে বলেন, ‘নাটকের গল্পটি ভৌতিক নয়। তবে আমার চরিত্রটি কিছুটা অশরীরি। শুরুতে আমার চরিত্রটি অশরীরি মনে হবে কিন্তু শেষে দর্শক একটা টুইস্ট পাবেন।’

তিনি আরো বলেন, ‘রুমেল ভাইয়ের সঙ্গে আমি অনেক কাজ করেছি। উনার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা খুবই ভালো। নতুন কোনো কাজ শুরু করলে সাধারণত উনি আমাকে আগে নক করেন। উনার কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। উনার কাজে অন্যরকম কিছু বিষয় থাকে। যার জন্য দর্শকরা নাটকের সঙ্গে খুব সহজেই যুক্ত হতে পারেন।’

নাঈম-ঊর্মিলা ছাড়া নাটকে আরো অভিনয় করেছেন- তানজিকা, রিপন প্রমুখ। সম্প্রতি পুবাইলের বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহায় এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা। 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়