ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অসীম সাহা সম্পাদিত ‘চিরায়ত কিশোর কবিতা’ বইমেলায়

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ২০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসীম সাহা সম্পাদিত ‘চিরায়ত কিশোর কবিতা’ বইমেলায়

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে  প্রকাশিত হয়েছে ‘চিরায়ত কিশোর কবিতা’। বইটি প্রকাশ করেছে নির্ণায়ক প্রকাশন।

চিরায়ত কিশোর কবিতা গ্রন্থে সংকলিত হয়েছে মনে রাখার মতো সব অসাধারণ কবিতা। যেগুলো আমরা পড়েছি স্কুল ও কলেজের পাঠ্য বইয়ে, শৈশবে, কৈশোরে এবং তরুণ বেলায়। সেসব কবিতার সম্পূর্ণ বা আংশিক এখনও মনে পড়ে, মন ভরে যায় আনন্দে। কিছু আবার ভুলে গেছি। এ কবিতাগুলো এক সাথে, এক বইয়ে পাওয়াও কঠিন। পাঠ্যবইয়েও অনেক কবিতা নেই। এসব কবিতায় যেমন আছে সুশিক্ষা, তেমনই আছে পাঠের অনাবিল আনন্দ। ছেলে-মেয়েরা স্কুল কলেজের কোনো অনুষ্ঠানে বা কোনো প্রতিযোগিতায় আবৃত্তি করার জন্যে মনমতো একটি প্রিয় কবিতা অনেক সময়ই খুঁজে পায় না। এই বই দিতে পারে তাদের সেই প্রিয় কবিতাটি। প্রতিটি অবসরে একা একা অথবা পরিবারের অন্যদের নিয়ে আবৃত্তি করার জন্যেও এই ধ্রুপদী কবিতাগুলো চমৎকার।

বইটি সম্পাদনা করেছেন কবি অসীম সাহা। কিশোর ও কিশোরী পাঠকের মন ভরাতে শিল্পী ঢালী তমাল পাতায় পাতায় এঁকে দিয়েছেন রঙিন ছবি। বইটির দাম ২৫০ টাকা।



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৭/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়