ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অস্ট্রেলিয়ান লিটারেচার পদক পেলেন শাহাদাত হোসেন

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২২ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ান লিটারেচার পদক পেলেন শাহাদাত হোসেন

রাইজিংবিডি ডেস্ক : সৃজনশীল প্রকাশনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অস্ট্রেলিয়ান লিটারেচার সোসাইটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা পদক পেলেন বাংলাদেশের অন্বেষা প্রকাশনের সত্বাধিকারী মোহাম্মদ শাহাদাত হোসেন।

শুক্রবার অস্ট্রেলিয়ার নিউক্যাসেল শহরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শাহাদাত হোসেনের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী মিশেল থমসন।
 


অনুষ্ঠানে আয়োজক সংগঠককে ধন্যবাদ জানিয়ে শাহাদাত হোসেন বলেন, এ পুরস্কার আসলে বাংলাদেশের প্রকাশনা জগতের সৃজনশীলতার প্রতি বিশাল এক স্বীকৃতি। বাংলাদেশের প্রকাশনার মান ধীরে ধীরে বিশ্বমানে উন্নীত হচ্ছে। আগামীতে আমরা বাংলাদেশে আন্তর্জাতিক বইমেলা আয়োজনের চেষ্টা করছি। সেটা সম্ভব হলে পৃথিবীর অন্যান্য দেশের প্রকাশকদের সাথে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে আমাদের সৃজনশীল প্রকাশনার মান আরো উন্নত হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়