ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো খেলল আরব আমিরাত

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো খেলল আরব আমিরাত

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে বুধবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আজ আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে অজিরা। এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলল আমিরাত।

অবশ্য প্রথম সাক্ষাতটা তাদের জন্য সুখকর হয়নি। দলীয় সংগ্রহে কোন রান যোগ করার আগেই আমিরাত হারায় দুটি উইকেট। এরপর মন্থর গতিতে ব্যাট করে ১২০ বলের খেলায় ৬ উইকেট হারিয়ে তারা করতে পারে ১১৭ রান। এই রান তাড়া করতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। ১৬.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

ব্যাট হাতে অস্ট্রেলিয়া ডার্চি শর্ট অপরাজিত ৬৮ রান করেছেন। ৫৩টি বল খেলে ৮টি চারের সাহায্যে এই রান করেন তিনি। ১৩ বলে ৪ চারে ২০টি রান করেছেন ক্রিস লিন। এ ছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ১৮ ও অভিষিক্ত বেন ম্যাকডারমট করেন অপরাজিত ১০ রান।



বল হাতে আমিরাতের আমির হায়াত ২টি ও ইমরান হায়দার ১টি উইকেট নিয়েছেন।

তার আগে আমিরাতের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রান করেন শাইমান আনোয়ার। অপরাজিত ২৭টি রান আসে মোহাম্মদ নাভিদের ব্যাট থেকে। ২২টি রান করেন রামিজ শাহজাদ। ১৩টি রান করেন চিরাগ সুরি।

বল হাতে অস্ট্রেলিয়ার কাল্টার নীল ও স্টানলেক ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নিয়েছেন আন্দ্রে টাই।

ম্যাচসেরা হয়েছেন ডার্চি শর্ট।



রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়