ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘অ‌তিবৃষ্টির কারণে পা‌নি বাড়‌ছে’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অ‌তিবৃষ্টির কারণে পা‌নি বাড়‌ছে’

স‌চিবালয় প্র‌তি‌বেদক : পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ব‌লেছেন, লাগাতার বৃষ্টির কার‌ণে দেশের বিভিন্ন স্থা‌নে পানি ব‌াড়‌ছে এবং জলাবদ্ধতা সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

বুধবার দুপু‌রে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলন শে‌ষে সাংবা‌দিক‌দের তি‌নি একথা ব‌লেন।

মন্ত্রী ব‌লেন, ‘আমাদের দেশে সাধারণত বন্যা হয় আগস্ট মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। কিন্তু এবার যেটা হচ্ছে তা মূলত অতিবৃষ্টির কার‌ণে। এবার অন্য বছরের তুলনায় ২/৩ গুণ বে‌শি বৃষ্টি হ‌য়ে‌ছে। সেই কারণে বি‌ভিন্ন স্থা‌নে পা‌নি ব‌ে‌ড়ে‌ছে, জলাবদ্ধতাও সৃ‌ষ্টি হয়েছে।’

আনিসুল ইসলাম মাহমুদ ব‌লেন, ‘ডিসিদের এই দু‌র্যোগ পরিস্থিতিতে সতর্ক থে‌কে অসহায় ম‌ানুষ‌দের পাশে থাকার জন্য ব‌লে‌ছি। এজন্য যখন যা দরকার তারা যেন ব্যবস্থা নেন।’ আগ‌স্টে বড় ধরনের বন্যা হ‌তে পা‌রে ব‌লেও আশঙ্কা ক‌রেন মন্ত্রী।

তি‌নি ব‌লেন, ‘যখন পদ্মা, মেঘনা ও যমুনা নদীর পানি এক সঙ্গে বাড়ে তখনই প্রকৃত বন্যা হয়। এই ধর‌নের বন্যা হয়েছে ভারতে। সেখানে মানুষ মারা গেছে। প্রকৃত বন্যা বলতে যা বোঝায় সেটি এখনও আমাদের দেশে হয়নি।’

মন্ত্রী আ‌রো ব‌লেন, ‘বর্তমান প‌রি‌স্থি‌তি দেখে মনে হচ্ছে আগামী আগস্ট মাসে দেশে বড় ধরনের বন্যা হতে পারে। সেই আশঙ্কা আমাদের আছে। এ বিষয়টি মাথায় রেখে পানি উন্নয়ন বোর্ড যা‌তে সতর্ক থা‌কে, জেলা প্রশাসন যা‌তে আগাম প্র‌য়োজনীয় ব্যবস্থা নি‌তে পা‌রে ডি‌সি‌দের বলা হ‌য়ে‌ছে।’

এই ধর‌নের প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হওয়ার আ‌গে বাঁধগুলো মেরামত করার নির্দেশনাও দেন মন্ত্রী।

তি‌নি ব‌লেন, ‘ডিসিরা নদী ভাঙন রোধ নিয়ে বি‌ভিন্ন সুপা‌রিশ তু‌লে ধ‌রে‌ছেন। আমরা তাদের বলেছি, এখন থেকে মন্ত্রণালয়ের যে বরাদ্দ থাকে তার অর্ধেক নদী শাসন কাজে ব্যয় হ‌বে। এ কা‌জে ডিসিদের কর্মপরিকল্পনা প্রস্তুত কর‌তে ব‌লে‌ছি। তা ছাড়া পানি নেমে গেলে বাঁধ সংরক্ষণের নির্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

 

 

রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়