ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আইডিএলসির রাইট আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইডিএলসির রাইট আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার

অর্থনৈতিক প্রতিবেদক : গত ১ জানুয়ারি রোববার থেকে চলছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের রাইট আবেদন। শেষ হবে আগামী ১৯ জানুয়ারি বৃহস্পতিবার।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৯০তম সভায় এ রাইটের অনুমোদন দেওয়া হয়। কমিশন ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার অনুমোদন দেয়।

এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ১২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৫৯৩টি সাধারণ শেয়ার ২০ টাকা মূল্যে (১০ টাকা প্রিমিয়ামসহ) বাজার থেকে পুঁজি উত্তোলনের অনুমতি পায়।

এর মাধ্যমে ২৫১ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ৮৬০ টাকা বাজার থেকে তুলে কোম্পানিটি মূলধন ভিত্তি শক্তিশালী করবে। অর্থাৎ পোর্টফোলিওতে লেন্ডিং বৃদ্ধি করবে।

২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি এনএভি ৩০ টাকা ৯৭ পয়সা। আর শেয়ারপ্রতি ইপিএস ৫ টাকা ৮১ পয়সা। এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান/ইভা/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়