ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক : স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক আছে। কোথাও কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি।

সোমবার দুপুরে গাবতলী বাস টার্মিনাল এবং পশুর হাট পরির্দশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ কারণে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, ছুটির সময়ও তেমন কিছু ঘটবে না। সেজন্য পুলিশ প্রস্তুত।’

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘ঈদকে সামনে রেখে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজি এবং কালোবাজারির ঘটনা নিয়ন্ত্রণে আছে। ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতের জন্য সড়ক, রেল ও নৌ পথে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি যাত্রী, বাসচালক, পশু বিক্রেতা, ক্রেতা এবং হাট ইজারাদারদের সঙ্গে কথা বলেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়