ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘আওয়ামী লীগ নির্বাচনে হারলে কী হবে, বলতে চাই না’

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ১৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আওয়ামী লীগ নির্বাচনে হারলে কী হবে, বলতে চাই না’

নিজস্ব প্রতিবেদক, রংপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে কী হবে, তা আমি বলতে চাই না। আমাকে সঙ্গে নিয়ে হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগকে জয়ী হতে হবে।’

তিন দিনের সফরে রংপুরে পৌঁছে রোববার দুপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচন করবে। আর নির্বাচন করলেই তা গ্রহণযোগ্য হবে। আওয়ামী লীগ দেশে অনেক উন্নয়ন করেছে, কিন্তু মানুষের মন জয় করতে পারেনি।’

তিনি বলেন, ‘আগে ঘরে খুন বাইরে গুম বলতাম। এখন বলি, ঘরে ধর্ষণ বাইরে চাকায় পিষ্ট। প্রতিনিয়ত মানুষ মরছে। মানুষের জীবনের কোনো মূল্য নেই। মেয়েরা ঘরে ধর্ষিত হচ্ছে। এসবের বিচার পাচ্ছে না।’

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন দেওয়া অত্যন্ত কঠিন। ওই দুই সিটিতে নিরপেক্ষ নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে আশা করি নির্বাচন যেন সুষ্ঠু হয়।’

প্রাক্তন এ রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় পার্টিকে বিলীন করার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু তা পারেনি। মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি টিকে আছে।’

এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আখতার, মহানগর জাপার সেক্রেটারি এস এম ইয়াসীর, জাপা নেতা ডা. আক্কাস আলী সরকার ও হাজী আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা এরশাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

 

 

রাইজিংবিডি/রংপুর/১৩ মে ২০১৮/নজরুল মৃধা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়