ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ২

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গাড়ি চাপায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের আদাবর থানা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- আরিফ (১৫) ও সুজন (১৭) আদাবরের ১০ ও ১৬ নম্বর সড়ক, শম্পা মার্কেট এলাকা এবং উত্তর আদাবরের সুনিবিড় হাউজিংয়ে চলা এ সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে একটি পিকআপে করে আসা বেশ কিছু তরুণ লোহার গেটের কাছে এলে বিপরীত দিক থেকে সেই পিকআপ লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর সবাই ছোটাছুটি করে। ওই সময় পিকআপভ্যানটি দ্রুত ঘোরাতে গেলে তার নিচে চাপা পড়েন আরিফ ও সুজন। 

আরিফকে উদ্ধার করে সোহরাওয়াদী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আদাবর থানার ওসি কাওসার আহমেদ জানান, আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ বেধেছিল। এখন পরিস্থিতি শান্ত আছে।

সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আরিফের মৃত্যুর বিষয়টিও নিশ্চত করা হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১০ নভেম্বর ২০১৮/নূর/বুলবুল/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়