ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আজ ক্লাসিকোতে খেলবেন বেল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ ক্লাসিকোতে খেলবেন বেল

ক্রীড়া ডেস্ক : চিরচেনা সান্তিয়াগো বার্নাব্যুতে আজ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে স্বাগত জানাবে রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় মুখোমুখি লড়াইয়ে নামবে দু’দল।

লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ক্লাসিকোতে বার্সার বিপক্ষে লড়বে রিয়াল। লিগ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বার্সার জন্য। জুভেন্টাসের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লেগ থেকে ছিটকে পড়েছে কাতালানরা। তাই লা লিগায় শিরোপার জন্য নিজেদের সেরাটাই দিতে চাইবে দলটি। তবে লিগ শিরোপার আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের জন্যও এই ম্যাচ কম গুরুত্বপূর্ণ নয়।

লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার বিপক্ষে আজ পুরো শক্তির দল নিয়ে নামতে পারবে না রিয়াল।পাঁজরের চোটের কারণে আগে থেকেই নেই পেপে। তবে ফিটনেস ফিরে পাওয়ায় আজ মাঠে দেখা যাবে গ্যারেথ বেলকে। তার মাঠে নামা নিয়ে আশাবাদী রয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

তবে বেলকে নিয়ে ভয় কাটলেও রাফায়েল ভারানে, ফ্যাবিও কোয়েন্ত্রাও, ম্যারিয়ানো চোটের কারণে খেলতে পারবেন না।

রিয়ালের স্কোয়াড

গোলরক্ষক: নাভাস, ক্যাসিল্লা ও ইয়ানেজ
ডিফেন্ডার: কারভাহাল, রামোস, ন্যাচো, মার্সেলো ও দানিলো
মিডফিল্ডার: ক্রুস, জেমস রদ্রিগেজ, ক্যাসেমিরো, কোভাসিস, মডরিচ, অ্যাসেনসিও, ইস্কো।
স্ট্রাইকার: রোনালদো, বেনজেমা, বেল, ভাজকুয়েজ ও মোরাতা।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়