ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আজই ‘এমএসএন’ ত্রয়ীর ৩০০?

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজই ‘এমএসএন’ ত্রয়ীর ৩০০?

বার্সেলোনার আক্রমণভাগের ত্রিরত্ন মেসি, সুয়ারেজ ও নেইমার

ক্রীড়া ডেস্ক : আরেকটি মাইলফলকের সামনে বার্সেলোনার ‘এমএসএন’ ত্রয়ী মেসি-সুয়ারেজ-নেইমার। আর মাত্র তিন গোল করলেই গোলের ‘ট্রিপল সেঞ্চুরি’ হবে এই ত্রয়ীর।

 

২০১৪ সালে লুইস সুয়ারেজ বার্সেলোনায় যোগ দেওয়ার পর একরকম অপ্রতিরোধ্য ‘এমএসএন’ ত্রয়ী। আড়াই মৌসুমেই মেসি-সুয়ারেজ-নেইমার মিলে গোল করেছেন ২৯৭টি। এই সময়ে দলের প্রায় ৭০ শতাংশ গোলই করেছেন এই তিনজন।

 

একাই ১২২ গোল করে যেখানে নেতৃত্ব দিচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। উরুগুইয়ান তারকা সুয়ারেজ করেছেন ৯৯ গোল। আর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের গোল ৭৬টি। আজ রাতেই গোলের ‘ট্রিপল সেঞ্চুরি’ হয়ে যেতে পারে ‘এমএসএন’ ত্রয়ীর।

 

বাংলাদেশ সময় রাত সোয়া ২টায় কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগে সান মামেসে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। বড় দিন ও নতুন বছরের ছুটি কাটিয়ে ফেরা মেসি-সুয়ারেজ-নেইমার তিনজনই বার্সার হয়ে মাঠে নামবেন। আজই ‘এমএসএন’ ত্রয়ীর ৩০০ গোল হয় কি না, এটাই এখন দেখার!

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়