ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আজই মেসির ৫০০!

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজই মেসির ৫০০!

ক্রীড়া ডেস্ক : মাত্র ২ গোলের অপেক্ষা। আজ মর্যাদার এল ক্লাসিকোতে জোড়া গোল পেলেই বার্সেলোনা ক্যারিয়ারে ৫০০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করবেন লিওনেল মেসি। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হবে মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তারা।

লা লিগায় বার্সার চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। বায়ার্নের বিপক্ষে গত ম্যাচে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়নস লিগে শত গোলের মাইলফলকে স্পর্শ করেছেন রিয়াল তারকা রোনালদো। তাই রোনালদোর মতো আজ নতুন মাইলফলকে পৌছতে জ্বলে উঠতে পারেন বার্সার প্রাণভোমরা মেসিও।

চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ২৯ গোল করেছেন মেসি। তবে বার্সা সমর্থকদের জন্য হতাশার খবর হচ্ছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ছয় ম্যাচে কোনো গোল করতে পারেননি মেসি। ২০১৪ সালে বার্নাব্যুতে সেই হ্যাটট্রিকের পর এল ক্লাসিকোতে গোল বঞ্চিত রয়েছেন গ্রহের অন্যতম সেরা তারকা।

বার্সা ক্যারিয়ারে ৫৭৬টি অফিসিয়াল ম্যাচে মাঠে নেমেছেন মেসি। এ সময় সব প্রতিযোগিতায় ৫৯৮বার প্রতিপক্ষের জালে গোল করেছেন তিনি। এর মধ্যে লা লিগায় ৩৭৬ ম্যাচে করেছেন ৩৪১ গোল। কোপা দেল’রেতে ৬১ ম্যাচে ৪৩ গোল। আর উয়েফা চ্যাম্পিয়নস লিগে ১১৫ ম্যাচে আর্জেন্টাইন তারকার গোল সংখ্যা ৯৪টি। এছাড়া বার্সার হয়ে অন্য প্রতিযোগিতায় ২০টি গোল রয়েছে মেসির।তবে আজ ৫০০ গোলের মাইফলক ছুঁতে হলে চিরপ্রতিদ্বন্দ্বী শক্তিশালী রিয়ালের বিপক্ষে গোলখরা কাটাতে হবে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়