ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আজিজুর রহমানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজিজুর রহমানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান

বিনোদন প্রতিবেদক : ‘ছুটির ঘণ্টা’ খ্যাত নির্মাতা আজিজুর রহমানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। গতকাল ২১ জুন বুধবার, চলচ্চিত্র প্রযোজক ও শাবানার স্বামী ওয়াহিদ সাদিকের হাতে অনুদানের টাকা তুলে দেন তিনি। এ সময় অভিনেতা রিয়াজ উপস্থিত ছিলেন।

কয়েকদিন আগে চিত্রনায়িকা শাবানা, আলমগীর, ওয়াহিদ সাদিক, মৌসুমী ও মুশফিকুর রহমান গুলজার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আজিজুরের চিকিৎসায় সাহায্যের আবেদন জানান। তখনই প্রধানমন্ত্রী এ নির্মাতার চিকিৎসার সমস্ত খরচ বহনের কথা জানান।

আজিজুর রহমান বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। ১৪ মে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে অনেকদিন পর প্রকাশ্যে আসেন শাবানা। এরপর কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/রাহাত/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়