ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আট ম্যাচ পর হায়দরাবাদের একাদশে সাকিব

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আট ম্যাচ পর হায়দরাবাদের একাদশে সাকিব

ক্রীড়া ডেস্ক : আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান।

ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাননি। তবে বল হাতে ১টি উইকেট নিয়েছিলেন। এরপর টানা আট ম্যাচে তাকে মাঠে নামায়নি হায়দরাবাদ।

অবশেষে আজ সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কেন উইলিয়ামসনের পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছে। একাদশে আরো একটি পরিবর্তন এনেছে অরেঞ্জ আর্মিরা। মানিষ পান্ডে ফিরেছেন। তাকে জায়গা করে দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন শাহবাজ নাদিম।

এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে হায়দরাবাদ। 

৯ ম্যাচের ৫টিতে জিতে ও ৪টিতে হেরে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১০ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস রয়েছে দ্বিতীয় স্থানে।

হায়দরাবাদের একাদশ : ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, মানিষ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, দীপক হুদা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), খলিল আহমেদ ও সন্দীপ শর্মা।

চেন্নাইর একাদশ : শেন ওয়াটসন, ফাপ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, কেদার যাদব, এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, দীপক চাহার ও ইমরান তাহির।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ এপ্রিল ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়