ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আত্মবিশ্বাস বেড়েছে খেলোয়াড়দের’

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ১৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আত্মবিশ্বাস বেড়েছে খেলোয়াড়দের’

ক্রীড়া প্রতিবেদক : ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে চাপকে সামাল দেওয়ার সঙ্গে ইতিবাচক চিন্তার জন্য আবারো মনোবিদের শরনাপন্ন হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

চারবছর আগেও এমন মনোবিদের শরনাপন্ন হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। এই চার বছরে বাংলাদেশ দলের পারফরম্যান্সে এসেছে ব্যাপক পরিবর্তন। দ্বিতীয়বারের মতো বিসিবির এমন আয়োজনে এবার উপস্থিত হয়ে খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তনের কথা বলেছেন কানাডা প্রবাসী সফল মনোবিদ আলী আজহার খান।

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ব্যর্থতার পর খেলোয়াড়দের আত্মবিশ্বাস ছিল তলানীতে। হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই খেলোয়াড়দের মনোবিদের ক্লাসে পাঠায় বিসিবি। বর্তমানে ধারাবাহিক সাফল্যে বাংলাদেশে দলের চেহারা আগের চেয়ে ভিন্ন। আগের বারের তুলনায় এবারের পার্থক্য জানতে চাইলে মনোবিদ আলী আজহার খান বলেন, ‘আগের সাথে এখনকার তুলনায় করলে বলব, তাঁরা অনেক বেশি বদলে গেছে। এখন তাদের ভেতর অনেক বেশি আত্মবিশ্বাস রয়েছে, মানসিক দিক থেকেও অনেক শক্ত হয়েছে তাঁরা। কিন্তু আমরা এখন খুব ক্লোজ মার্জিনে এসে এটাকে ধরে রাখতে পারি না। আসলে এই পর্যায়ে আসাও অনেক কোয়ালিটির ব্যাপার। তাঁরা যেমন এই পর্যায়ে আসছে, তীরে আসার পর নৌকার ওজন যখন বেশি হয়ে যাচ্ছে, ওই সময়টায় আর ধরে রাখতে পারছে না। আমরা যখন প্রতিদিন দক্ষতার অনুশীলন করব, তখন এই মেন্টার মাসল গুলো উন্নত হবে। এখন পর্যন্ত এটাই আমার মনে হয়েছে। এখন আমাদের পরের ধাপে যেতে হবে।’

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এশিয়া কাপেও দারুণ খেলেছে বাংলাদেশ। নিজেদের আত্মবিশ্বাস আরো বাড়াতে এবার ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দলের সিনিয়র ও জুনিয়রদের নিয়ে এরপর বড় ম্যাচে পার পাওয়া সম্ভব হবে কিনা জানতে চাইলে আলী আজহার খানের জবাব, ‘হ্যাঁ, সম্ভব। আমরা সব দেশকেই হারাচ্ছি, সেই অভিজ্ঞতা আমাদের আছে। এই বিশ্বাসটা যখন আরও শক্ত হবে, তখন ধারাবাহিকতা আরও বাড়বে। আমরা টুর্নামেন্ট গুলোতে যখন কাছাকাছি চলে আসি, তখন কিন্তু প্রত্যাশার চাপ অনেক বেড়ে যায়। তখন এই মেন্টার টাফনেস, মেন্টার মাসল গুলো শক্তিশালী না হলে আমরা সেটাকে নিয়ন্ত্রন করতে পারি না। যদি আমরা ওই মেন্টার মাসলটা উন্নত করি, তাহলে এটা সম্ভব।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়