ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্লু হোয়েল বন্ধে হাইকোর্টের নির্দেশ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫১, ১৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্লু হোয়েল বন্ধে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েল গেমসহ এ ধরনের সব গেমের লিংক অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ ধরনের গেম বন্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব, বিআরটিএ কর্তৃপক্ষ, আইজিপিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে সম্প্রতি মারা যাওয়া হলিক্রসের অষ্টম শ্রেণির ছাত্রী অপূর্বা বর্ধণ স্বর্ণার বাবা আইনজীবী সুব্রত বর্ধণ রোববার এ বিষয়ে রিট দায়ের করেন।

সোমবার এ রিটের শুনানিতে হাইকোর্ট রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল মোবাইলফোন অপারেটরের বিশেষ ইন্টারনেট প্যাকেজ বন্ধেরও আদেশ দেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়