ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আদাবরে ২ জন নিহতের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ১১ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আদাবরে ২ জন নিহতের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবরে আওয়ামী লীগের দুই গ্রুপের  সংঘর্ষ, ধাওয়া, পাল্টা-ধাওয়া ও হামলার সময় পিকআপ ভ্যানের চাপায় দুইজন নিহতের ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আরিফুর রহমান তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর।

তিনি জানান, নিহত আরিফের বাবা উমর ফারুক রাত ১টা ৩৮ মিনিটে থানায় হত্যা মামলা (নং ৪৯) দায়ের করেন। ফৌজদারি আইনের ৩০৪ ধারায় (বেপরোয়া যান চালনায় মৃত্যু) দায়ের করা ওই মামলায় অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় যুবলীগ নেতা আরিফুর রহমান তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে রিমান্ড চাওয়া হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আদাবরে সংঘর্ষের সময় পিকআপ ভ্যানের চাপায় আরিফ (১৫) ও সুজন (১৭) নিহত হন। আদাবরের ১০ ও ১৬ নম্বর সড়ক, শম্পা মার্কেট এলাকা এবং উত্তর আদাবরের সুনিবিড় হাউজিংয়ে এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় আওয়ামী লীগের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের কর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে একটি পিকআপ ভ্যানে করে আসা বেশকিছু তরুণ লোহার গেটে আসে। সেসময় বিপরীত দিক থেকে সেই পিকআপ লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর সবাই ছোটাছুটি করে। ওই সময় পিকআপ ভ্যানটি দ্রুত ঘোরাতে গেলে তার নিচে চাপা পড়েন আরিফ ও সুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ নভেম্বর ২০১৮/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়