ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আদালত প্রাঙ্গণে স্ত্রীকে মারধর, ১৫ দিন কারাদণ্ড

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আদালত প্রাঙ্গণে স্ত্রীকে মারধর, ১৫ দিন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর আদালত ভবনে বিচারকের এজলাসের বাইরে স্ত্রীকে মারধর করার দায়ে আবদুর রহমান নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমান স্বপ্রণোদিত হয়ে এই অভিযোগ আমলে নিয়ে আসামিকে এই দণ্ড দেন। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু প্রকাশ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, শারমিন নামের এক নারী আদালতে গিয়েছিলেন গ্রেপ্তারকৃত ভাইয়ের জামিনের তদবির করতে। শারমিন মহানগর হাকিম আল ইমানের এজলাস কক্ষে বসে থাকা অবস্থায় স্বামী আবদুর রহমান আদালতে এসে শারমিনকে এজলাস কক্ষের বাইরে ডাকেন। এজলাস কক্ষ থেকে বের হওয়ার সময়ই শারমিনকে মারধর করতে থাকেন আবদুর রহমান। বিষয়টি আদালতের নজরে এলে স্বপ্রণোদিত হয়ে আবদুর রহমানকে আটক করার নির্দেশ দেন পুলিশকে। এই সময় পুলিশ স্বামী-স্ত্রী দুইজনকে কাটগড়ায় হাজির করেন। আবদুর রহমান স্ত্রীকে মারধর করার নিজের দোষ স্বীকার করায় আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।  

আদালতের নির্দেশে বিকেলে আবদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৬ জুলাই ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়