ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আনান কমিশনের রিপোর্ট দ্রুত বাস্তবায়ন করতে হবে : স্পিকার

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আনান কমিশনের রিপোর্ট দ্রুত বাস্তবায়ন করতে হবে : স্পিকার

কক্সবাজার প্রতিনিধি : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশে যতদিন আছে ততদিন আমারা তাদের পাশে আছি। মানবিক কারণেই আজ বাংলাদেশ তাদের পাশে। মিয়ানমারকে আনান কমিশনের রিপোর্ট দ্রুত বাস্তবায়ন করে তাদের নাগরিকদের স্বদেশে ফিরিয়ে নিতে হবে।

রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারে নির্যাতিত হয়ে চার লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে জাতিসংঘসহ বিভিন্ন দেশের মাধ্যমে মিয়ানমারকে চাপ প্রয়োগে জোরালো ভূমিকা পালন করছেন তিনি।

এ সময় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, গাজী ফিরোজ রশিদসহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। পরে তিনি রোহিঙ্গা শরণার্থীদের খোঁজ খবর নেন।



রাইজিংবিডি/কক্সবাজার/২৪ সেপ্টেম্বর ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়