ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হবে : মওদুদ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হবে : মওদুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : সুষ্ঠু নির্বাচনসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন দলের নীতি নির্ধারকদের একজন মওদুদ আহমদ।

ওই কর্মসূচির ওপর দলের ভবিষ্যত নির্ভর করছে জানিয়ে রাজপথকে সমাধান ধরে নেতা-কর্মীদের সেভাবে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি।

বুধবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এই কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি আইনি প্রক্রিয়ায় হওয়ার কথা কিছুটা ভুলে যেতে হবে। তার মুক্তির একমাত্র পথ হলো রাজপথ। এই রাজপথে এর মোকাবিলা করতে হবে, রাজপথের মাধ্যমেই তার মুক্তি আমাদেরকে অর্জন করতে হবে।’

‘আমরা এজন্য প্রস্তুতি নিচ্ছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। নতুন করে কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচির সঙ্গে আমাদের আগামী দিনে রাজনীতি জড়িত, আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়া জড়িত, গণতন্ত্রের ফিরে পাওয়া জড়িত, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে পাওয়া জড়িত।’

‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।

নতুন কর্মসূচি সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মওদুদ আহমদ বলেন, ‘বৃহত্তর জাতীয় ঐক্যে সৃষ্টি করে আজকে আমাদের এগিয়ে যেতে হবে এবং এই সরকারকে বাধ্য করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করার জন্য। এ ছাড়া বাংলাদেশের মানুষের জন্য অন্য কোনো পথ নাই।’

তিনি বলেন, ‘১৬ কোটি মানুষের মুক্তি এখন নির্ভর করছে এই জাতীয় ঐক্যের মাধ্যমে আন্দোলনকে সফল করা। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন সমবেত হই, এই আন্দোলনে অংশগ্রহণ করি। দেশের সব শ্রেণির জনগণকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলন সফল করব।’

আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি ঠেকাতে সরকার নিম্ন আদালতকে ব্যবহার করছে অভিযোগ করে এর কঠোর সমালোচনা করেন প্রাক্তন এই আইনমন্ত্রী।

মানববন্ধনে লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির রিয়াজুল ইসলাম রিজু, মিয়া মো. আনোয়ার, ফখরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।




রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৮/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়