ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আবার চাম্পিয়নস লিগ জিততে পারে রিয়াল’

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ১২ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আবার চাম্পিয়নস লিগ জিততে পারে রিয়াল’

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ট্রফিতে চুমু এঁকে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক : নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে গত মৌসুমে চাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমেও রিয়াল ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার শিরোপা জিততে পারবে বলে বিশ্বাস করেন দলটির সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

 

১৯৯২-৯৩ মৌসুমে নতুন ফরম্যাট চালু হওয়ার পর কোনো ক্লাবই ইউরোপ সেরার মুকুট ধরে রাখার কৃতিত্ব দেখাতে পারেনি। সবশেষ ১৯৯০ সালে এই শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছিল ইতালিয়ান ক্লাব এসি মিলান।

 

আগামী বুধবার রোনালদোর প্রাক্তন ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করবে শেষ তিন মৌসুমে দুবার শিরোপা জেতা রিয়াল। উয়েফার ওয়েবসাইটে রোনালদো বলেছেন, ‘এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি মনে করি, রিয়াল মাদ্রিদের আবার  এটা জেতার সুযোগ আছে। আমরা জানি, এটা খুব কঠিন একটি প্রতিযোগিতা। কিন্তু কোনো কিছুই সহজ নয়, তাই আমরা চেষ্টা করব।’

 

ইউরোপ সেরার মুকুট ধরে রাখার লড়াইয়ে ম্যাচ বাই ম্যাচ এগোনোর কথা বললেন রোনালদো, ‘আমরা প্রত্যেকটি ম্যাচ ধরে খেলব। আমার কাছে এটা যেহেতু কঠিন গ্রুপ, প্রথম গ্রুপ পর্ব নিয়ে চিন্তা করব আমরা। আমরা দেখব, প্রতিযোগিতা কীভাবে উন্মোচিত হয়। কিন্তু ভাবনাটা ইতিবাচক যে এটা আবার জেতা সম্ভব।’

 

নিজের প্রাক্তন ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে ম্যাচটিকে নিজের জন্য বিশেষ কিছু মনে করছেন রোনালদো, ‘এটা  বিশেষ একটা ম্যাচ। আমি ওদের বিপক্ষে খেলতে চাই। কারণ, আমি মনে করি ওরা দারুণ একটা দল এবং ওদের ভালো একজন কোচ আছে। এটা আমার জীবনের আরেকটি বিশেষ মুহূর্ত হতে যাচ্ছে। আমি ওদের বিপক্ষে এর আগেও খেলেছি। কিন্তু আবার খেলতে যাওয়াটা হবে আমার জন্য বিশেষ সুযোগ।’

 

২০১৬ সালটা দুর্দান্ত কেটেছে রোনালদোর। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পরপরই পর্তুগালের হয়ে প্রথমবারের মতো জেতেন ইউরোর শিরোপা। অসাধারণ এই সাফল্যে দারুণ খুশি সিআর-সেভেন, ‘শিরোপাগুলোর দিক থেকে এটা সম্ভবত আমার ক্যারিয়ারের সেরা বছর ছিল। আমার এর চেয়ে ভালো বছর কখনোই ছিল না। দলগত আর ব্যক্তিগতভাবে একই রকম। কারণ আমি চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছি এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপটাও দারুণ কেটেছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়