ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবারও হাসপাতালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারও হাসপাতালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীরের একটি হাসপাতালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভর্তি করা হয়েছে। গত সপ্তাহে একটি অস্ত্রপচারের পর জটিলতা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে দেশটির এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হতে হলো আব্বাসকে। মঙ্গলবার তার কানে ছোট অস্ত্রপচার করা হয়। এর কয়েক ঘণ্টা পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। শনিবার রাতে আবারো আব্বাসকে হাসপাতালে নেওয়া হয়।

রামাল্লায় এক ফিলিস্তিন কর্মকর্তা জানিয়েছেন, শরীরের তাপমাত্রা বেশি হওয়ায় রোববার রাতে আবারো আব্বাসকে হাসপাতালে নেওয়া হয়।

ওয়াফাতে প্রকাশিত এক বিবৃতিতে আল-ইসতিশারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপক ডা. সাঈদ সারাহনেহ বলেছেন, আব্বাসের মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ভালো এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।



রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়