ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবু বক্করকে খুন করে বাবা-ছেলে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবু বক্করকে খুন করে বাবা-ছেলে

নিজস্ব প্রতিবেদক : পূর্বশত্রুতার জেরে যাত্রাবাড়ীতে শ্রমিক আবু বক্কর তালুকদারকে খুন করা হয়। খুনি আবুল মেহেরক গ্রেপ্তারের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ ঘটনার রহস্য উন্মোচন হয়েছে বলে দাবি করছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘পুলিশের একটি গোয়েন্দা দল ঘটনার তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডে মেহের ও তার ছেলের সংশ্লিষ্টতা পাওয়া যায়। ২২ জানুয়ারি রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানার নোয়াখালী বাজার এলাকা থেকে মেহেরকে গ্রেপ্তার করা হয়।’

এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘মেহের ও তার ছেলে পরিকল্পিতভাবে তালুকদারকে খুন করে। এ দুটি পরিবারের মধ্যে বিরোধ চলছিল। মেহেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার ছেলেকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। হত্যাকাণ্ডের কথা স্বীকার করে মেহের আদালতে জবানবন্দি দিয়েছে।’

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি যাত্রাবাড়ী থানার ৪৭/১ করাতিটোলার হোটেল মেহেরানের দ্বিতীয় তলার ১০৪ নম্বর কক্ষে আবু বক্কর তালুকাদরকে খুন করা হয়। পরে খুনিরা হোটেলের কক্ষ তালাবদ্ধ রেখে পালিয়ে যায়।

নিহত আবু বক্কর তালুকদারের বাসা যাত্রাবাড়ীর জনপথ মোড়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়