ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আমি স্মার্ট : ট্রাম্প

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমি স্মার্ট : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রতিদিন গোয়েন্দা ও পররাষ্ট্র সংক্রান্ত ব্রিফিংয়ের প্রয়োজন নেই। কারণ তিনি একজন স্মার্ট মানুষ। রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

 

ট্রাম্প বলেন, আমি একজন স্মার্ট মানুষ। প্রতিদিন একই কথা একই ভাষায় আগামী আট বছর বলার প্রয়োজন হবে না। এর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি বলেছি, যদি কোনো পরিবর্তন ঘটে কেবল তখন আমাকে জানালেই চলবে।’

 

তিনি জানান, তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রতিদিন এ বিষয়ে ব্রিফিং পাচ্ছেন।

 

নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ আমার জেনারেলরা অনেক শক্তিশালী। তাদেরকে নিয়মিত ব্রিফ করা হয়। মাইক পেন্স, যার ব্যাপারে আমার সিদ্ধান্ত ছিল সঠিক, তাকেও ব্রিফ করা হয়।’

 

গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, এগুলো সাধারণত গৎবাঁধা হয়। এখন এগুলো পরিবর্তনের সময় এসেছে। আমি বোঝাতে চাচ্ছি এখন কিছু পরিবর্তনশীল বিষয় আসতে যাচ্ছে।’

 

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ে রাশিয়া ভূমিকা রেখেছে বলে ডেমোক্রেট দল যে অভিযোগ তুলেছে, সে সম্পর্কে ট্রাম্প বলেন, আমেরিকার ইতিহাসে ভয়াবহ পরাজয়ের স্বাদ গ্রহণ করার পর তার এ অভিযোগ তুলেছে। এটি তারা শুধু একটা অজুহাত হিসেবে ব্যবহার করছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়