ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আ’লীগে যোগ দিলেন কেসিসির ১২ কাউন্সিলর

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ’লীগে যোগ দিলেন কেসিসির ১২ কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি)  নবনির্বাচিত ১২ কাউন্সিলর আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

রোববার বিকেলে খুলনা মহানগর আওয়ামী লীগ ও ১৪ দল আয়োজিত খুলনা অঞ্চলের ১৩ জন নির্বাচিত জনপ্রতিনিধিকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা যোগ দেন। যোগদানকারী কাউন্সিলররা আওয়ামী  লীগ ও ১৪ দলীয় জোটের নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দেন।

আওয়ামী লীগে যোগদানকারী কাউন্সিলরদের অধিকাংশই খুলনা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন।

যোগদানকারী কাউন্সিলররা হলেন- কেসিসির ১৭ নম্বর ওয়ার্ডের শেখ হাফিজুর রহমান হাফিজ, ২০ নম্বর ওয়ার্ডের শেখ গাউসুল আযম, ১৬ নম্বর ওয়ার্ডের আনিসুর রহমান বিশ্বাস, ৭ নম্বর ওয়ার্ডের সুলতান মাহমুদ পিন্টু, ২৬ নম্বর ওয়ার্ডের গোলাম মাওলা শানু, ৬ নম্বর ওয়ার্ডের শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ২ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের মনিরা আক্তার, ৮ নম্বর ওয়ার্ড এইচ এম ডালিম, ১২ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না এবং ৩১ নম্বর ওয়ার্ডের আরিফ হোসেন মিঠু।

গত সিটি কর্পোরেশন নির্বাচনের সময় বিএনপি মনোনীত একাধিক কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে নির্বাচনী কার্যক্রম চালান। এ কারণে বিএনপির খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজকে দল হতে বহিষ্কার করা হয়। আনিসুর রহমান বিশ্বাসের দলের পদ-পদবী অনেক আগে স্থগিত করা হয়েছিল। ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু বিএনপির মনোনয়নে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। যুবদল খুলনা মহানগরের সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য পঞ্চমবারের মতো নির্বাচিত ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাউসুল আযম। তবে ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। সংবর্ধিত অতিথিরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলালউদ্দিন এমপি ও শেখ সালাউদ্দিন জুয়েল এমপি; প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান; শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি; সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক; বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন্নাহার এমপি; জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি; খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ; নারায়ণচন্দ্র চন্দ এমপি;  আব্দুস সালাম মূর্শেদী এমপি; শেখ ফারহান হোসেন তন্ময় এমপি;  আক্তারুজ্জামান বাবু এমপি এবং অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা খুলনা অঞ্চলের উন্নয়নে তাদের বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।



রাইজিংবিডি/খুলনা/২৪ মার্চ ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়