ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আশুলিয়ায় ইফাদ কেক কারখানায় অগ্নিকাণ্ড

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আশুলিয়ায় ইফাদ কেক কারখানায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের আশুলিয়ায় ইফাদ গ্রুপের কেক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার সকাল ৬টার দিকে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় ইফাদ শিল্প পার্কে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, ইফাদ গ্রুপের কেক প্লান্টের তৃতীয় তলায় আগুন দেখতে পায় নিরাপত্তাকর্মীরা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে আগুনের তীব্রতা বেশি হলে সাভার ও ধামরাই থেকে ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের জোন-৫ এর কমান্ডার আনোয়ারুল হক।

 

 

রাইজিংবিডি/সাভার/২৮ মার্চ ২০১৮/সাফিউল ইসলাম সাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়