ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘আসন্ন নির্বাচনে জাপা ইভিএমের পক্ষে নয়’

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ২০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আসন্ন নির্বাচনে জাপা ইভিএমের পক্ষে নয়’

নিজস্ব প্রতিবেদক, রংপুর : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে নয় জাতীয় পার্টি।

দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘‘ইভিএমের পক্ষে এখনো নই, আগেও ছিলাম না। ইভিএম সিস্টেম সর্বজন গৃহীত নয়। তাই এর মাধ্যমে যে কারচুপি হবে না, তা সম্পর্কে এখনো আমরা নিশ্চিত হতে পারিনি।’’

বৃহস্পতিবার দুপুরে দুই দিনের সফরে রংপুরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে এ কথা বলেন এরশাদ। 

ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটে বিএনপি অংশ নিচ্ছে- প্রসঙ্গে এরশাদ বলেন, ‘‘জোট যে কেউ করতে পারে, সেটাতে বিএনপি অংশ নেবে, এখনো নেয়নি। যোগ দিলে সেটি কতটুকু শক্তিশালী জোট হবে আমি জানি না। তবে বিএনপি নির্বাচনে আসলে জাতীয় পার্টি আওয়ামী লীগের জোটে থাকবে। আমাদের জোটকে পরাজিত করা সহজ হবে না।’’ 

আওয়ামী লীগের দখলে চলে যাওয়া রংপুরের আসনের ব্যাপারে জাপা চেয়ারম্যান বলেন, ‘‘রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। আমরা রংপুরের কোনো আসন ছাড়তে রাজি নই। এক সময় সব আসন আমাদের ছিল। নির্বাচন না করার কারণে সেগুলো আওয়ামী লীগের দখলে চলে গেছে। আসনগুলো ফেরতের জন্য (আওয়ামী লীগের কাছে) তালিকা দেওয়া হয়েছে। আশাকরি সব আসন (জাপার একক প্রার্থী) আমরা ফিরে পাব।’’

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ সম্পর্কে এরশাদ বলেন, ‘‘বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে আসলে কিংবা না আসলে জাতীয় পার্টির কোনো যায় আসে না। যারা বিএনপি করে, তারাই ঠিক করবেন নির্বাচনে আসলে তারা কী করতে পারবেন, কয়টি সিট পাবেন এবং আসা ঠিক হবে কি না।’’ 

জাপা চেয়ারম্যান বলেন, ‘‘নির্বাচনে আমরা অলরেডি ১০০টি আসনের জন্য তালিকা দিয়েছি আওয়ামী লীগকে। ৬০ থেকে ৭০টি আসন অবশ্যই পাব। এর মাঝে রংপুরের সবগুলো আসন রয়েছে।’’

নির্বাচনকালীন সরকারে থাকা প্রসঙ্গে এরশাদ বলেন, ‘‘নির্বাচনকালীন সরকারে থাকতে আমার কোনো বাধা নেই। বিরোধীদলীয় নেত্রী এতে থাকতে পারবে না। আমি থাকতে পারি।’’ 

এরশাদ বলেন, ‘‘লালমনিরহাটে আমার ছোট ভাই জি এম কাদের নির্বাচন করবেন। আমি রংপুর সদর-৩ আসন ও ঢাকা-১৭ আসনে নির্বাচন করব। তৃতীয় কোন আসনে নির্বাচন করব, তা পরে জানানো হবে।’’

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদসহ স্থানীয় জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/রংপুর/২০ সেপ্টেম্বর ২০১৮/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়