ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আস্তানায় সিরিয়া চুক্তির সমর্থন তিন দেশের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আস্তানায় সিরিয়া চুক্তির সমর্থন তিন দেশের

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি নিশ্চিত করার উপায় নিয়ে একমত হয়েছে  ইরান, রাশিয়া ও তুরস্ক। কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত সিরিয়া বিষয়ক শান্তি আলোচনায় এ বিষয়ে মঙ্গলবার ঐক্যমতে পৌঁছেছে তিনটি দেশ।

সম্মেলনে শেষে তিন দেশের যৌথ বিবৃতিতে সিরিয়ার সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের উদ্যোগে আগামী মাসে সুইজারল্যান্ডের জেনেভায় যে শান্তি সম্মেলন হতে যাচ্ছে তাতে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর অংশ নেয়ার বিষয়ে তাদের আপত্তি নেই।

কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাইরাত আব্দরাখমানভ জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিতকরণ ও এর পর্যবেক্ষণ পদ্ধতি নিয়ে একমত হয়েছে তিন দেশ। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘনে যে কোনো প্ররোচনা রুখতেও নজরদারি করা হবে।

এদিকে, সিরিয়া সরকারের পক্ষে মুখ্য মধ্যস্থতাকারী বাশার জাফারি জানিয়েছেন, দামেস্কের পশ্চিমে যেসব বিদ্রোহী রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিদ্রোহীরা জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর করা যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন এটি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়