ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আড়াইহাজার থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজন আটক

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আড়াইহাজার থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানান। আটককৃতরা হলো, আড়াইহাজার উপজেলার নারান্দী মুন্সিপাড়া এলাকার শামসুল হকের ছেলে ফারুক মিয়া  ও জোকারদিয়া গ্রামের বাদল ভূইয়ার ছেলে ইয়াসিন ভূইয়া।

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজারে থেকে রোববার দুপুরে ফারুক মিয়া ও ইয়াসিন ভূইয়া নামে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি সিম কার্ড যার মধ্যে ছয়টি বিকাশ করা, দুটি কম্পিউটারের হার্ডডিস্ক ও একটি গ্রামীণ মডেম রয়েছে। তাদের কাছে দুটি ফেসবুক আইডিসহ আইডিতে প্রকাশিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ২০ পাতা স্ক্রিনশট পেপার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।




রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৮ ফেব্রুয়ারি ২০১৮/হাসান উল রাকিব/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়