ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আয়ার‌্যলান্ডে ভালো করলে বিশ্বকাপেও ভালো করব : মুস্তাফিজ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ১৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয়ার‌্যলান্ডে ভালো করলে বিশ্বকাপেও ভালো করব : মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চারটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ফাইনাল খেললে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে দল। 

ইংল্যান্ড বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ দলের জন্য অনেক বড় প্রস্তুতির মঞ্চ বলে মনে করছেন পেসার মুস্তাফিজুর রহমান। তার মতে, ত্রিদেশীয় সিরিজে ভালো করলে বিশ্বকাপেও ভালো করা যাবে। বুধবার মিরপুরে গণমাধ্যমে মুখোমুখি হন মুস্তাফিজ।  বিশ্বকাপ দলে মুস্তফিজ থাকবেন তা অনুমিতই ছিল। এবার তার কাঁধে জাতীয় দলের বড় দায়িত্ব। সেই দায়িত্বও ভালোভাবে সামলাতে চান সাতক্ষীরা এক্সপ্রেস।

প্রথম বিশ্বকাপ বলে কি অনেক রোমাঞ্চিত?
মুস্তাফিজুর রহমান : এর আগে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। এটা প্রথম বিশ্বকাপ।

এবার আপনার কাঁধে তো বড় দায়িত্ব। শেষ চার বছরে তো আপনি বাংলাদেশের সেরা বোলার?
মুস্তাফিজুর রহমান : সব সময়ই তো বেশি ছিল (দায়িত্ব)। সবাই আশা করে বলেই দায়িত্ব বেশি। চেষ্টা করি সবাই যেভাবে আশা করে নিজের সেরাটা সেভাবে দেওয়ার।

বিশ্বকাপ তো দীর্ঘ সময়ের জন্য। প্রায় দুই মাস। বিরতি দিয়ে দিয়ে খেলা। এটা তো প্লাস পয়েন্ট আপনার জন্য?
মুস্তাফিজুর রহমান: বিরতি দিয়ে দিয়ে খেলা। টানা খেলা নেই। আহামরি কিছু হওয়ার কথা না। ইনজুরি তো বলে–কয়ে আসে না। যেকোনোভাবে লাগতে পারে। সবার সুস্থ থাকাটাই বড় কথা।

আপনার বর্তমান ইনজুরির কি অবস্থা?
মুস্তাফিজুর রহমান: আমি চেষ্টা করছি ইনজুরি যেন না হয়। এখন ভালো আছি। 

এখন কি বিশ্বকাপ নিয়ে ভাবছেন নাকি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ?
মুস্তাফিজুর রহমান: বিশ্বকাপের আগে চার ম্যাচে আছে আয়ারল্যান্ডে। ফাইনাল খেললে পাঁচ ম্যাচ।  ওটাই আগে ভাবা উচিত। ওখানে ভালো করতে পারলে মনে হয় বিশ্বকাপে আমাদের জন্য ভালো হবে।

তাসকিন বিশ্বকাপে নেই। বিপিএলে ভালো করে জাতীয় দলে ফিরেছিল। কিন্তু এখন ইনজুরিতে বলে বাদ পড়ল?
মুস্তাফিজুর রহমান: অবশ্য ওর জন্য খারাপ লাগছে। খারাপ তো সবারই লাগছে, শুধু আমার নয়। টিম মেটদের সবারই খারাপ লাগছে। সান্ত্বনা দেওয়ার তো ভাষা নেই, কী বলব?



রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়