ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ই-নাইন সম্মেলন উপলক্ষে ওয়েবসাইট চালু

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ই-নাইন সম্মেলন উপলক্ষে ওয়েবসাইট চালু

নিজস্ব প্রতিবেদক : আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় ‘ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলন-২০৩০’ অনুষ্ঠিত হবে।

সম্মেলন উপলক্ষে একটি ওয়েবসাইট www.e9-dhaka.com চালু করা হয়েছে। এ সাইটে সম্মেলন সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন (বিএনসিইউ) কার্যালয়ে প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মেলন আয়োজনের লক্ষ্যে গঠিত ‍বিভিন্ন কমিটি ও উপকমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ও বিএনসিইউয়ের চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর এবং বিএনসিইউর সচিব মো. মনজুর হোসেন।

পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর মধ্য থেকে জনবহুল ৯টি দেশ নিয়ে গঠিত ফোরাম হচ্ছে ই-নাইন। এর সদস্য রাষ্ট্রসমূহ হচ্ছে বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিশর, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজেরিয়া। সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং তথ্য বিনিময়ের মাধ্যমে ইউনেস্কোর সবার জন্য শিক্ষা কর্মসূচিকে এগিয়ে নেওয়া এবং সাফল্য অর্জনের লক্ষ্যে ১৯৯৩ সালে ভারতের নয়াদিল্লীতে ই-নাইন ফোরাম গঠন করা হয়।


 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়