ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩২, ১৪ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে রাজীব বিশ্বাস (২৮) নামের এক কৃষক মারা গেছেন।

বুধবার সকালে কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের আন্ধারকোটা গ্রামের একটি জমির পাশ থেকে ওই কৃষকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজীব বিশ্বাস ওই গ্রামের খোকন বিশ্বাসের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, আন্ধারকোটা গ্রামের ব্রজেন বিশ্বাস ইঁদুর মারার জন্য জিআই তার দিয়ে নিজ জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। মঙ্গলবার রাতে রাজীব বিশ্বাস নিজ জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে ওই বৈদুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে বুধবার সকালে এলাকাবাসী রাজীবের মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৪ নভেম্বর ২০১৮/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়