ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইইউর আংশিক সদস্য হবে না যুক্তরাজ্য : থেরেসা মে

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০১, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইইউর আংশিক সদস্য হবে না যুক্তরাজ্য : থেরেসা মে

থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আংশিক সদস্য হবে না যুক্তরাজ্য।

ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়ে বহুল প্রত্যাশিত বক্তব্যে পরিষ্কার ভাষায় এ কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।

প্রধানমন্ত্রী মে অন্যান্য দেশকে তাদের সঙ্গে ‘যতটা সম্ভব মুক্ত বাণিজ্য’ করার প্রস্তাব দেবেন। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের ‘ভেতরে অর্ধেক, বাইরে অর্ধেক’- এমন অবস্থায় থাকবে না যুক্তরাজ্য।

থেরেসা মের বক্তব্যে মোটামুটি পরিষ্কার হয়েছে, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের একক বাজারে আর থাকছে না। প্রতিটি দেশের সঙ্গে আলাদা আলাদা বাণিজ্য চুক্তি করতে চায় তারা।

ইইউ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে যে আলোচনা হবে, তার কিছু দিক প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। তবে তারা বলেছে, মার্চ মাসের শেষ নাগাদ ব্রেক্সিট বাস্তবায়নে জোর প্রচেষ্টা শুরু হবে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

 


রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/রাসেল পারভেজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়