ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইউক্রেনে অস্ত্রাগারে বিস্ফোরণ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউক্রেনে অস্ত্রাগারে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পশ্চিমে একটি অস্ত্রাগারে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপর প্রায় ২০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যে অস্ত্রাগারটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি খারকিভের কাছে বলাকলিয়া এলাকায় অবস্থিত। এর প্রায় ১০০ কিলোমিটার দূরে রাশিয়া সমর্থিত বিদ্রোহীরা ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। কর্মকর্তারা এই বিস্ফোরণের ঘটনাকে স্যাবোটাজ বলে মন্তব্য করেছেন।

বিবিসি জানিয়েছে, অস্ত্রাগারটিতে কয়েক হাজার টন গোলাবারুদ ছিল। এর মধ্যে ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজা বাহিনীর অস্ত্রশস্ত্র ছিল। প্রায় ৩৫০ হেক্টর এলাকাজুড়ে অস্ত্রাগারটি নির্মিত বলে সেনাবাহিনী  জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী স্টেপান পলটোরাক জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো বেসামরিক নাগরিক কিংবা সরকারি কর্মচারীর নিহতের খবর পাওয়া যায় নি। বিভিন্ন সম্ভাবনার কথা মাথায় রেখে তদন্ত কাজ পরিচালিত হচ্ছে। এর মধ্যে ড্রোন থেকে বিস্ফোরক পড়ে যাওয়ার বিষয়টিও সম্ভাব্য বলে বিবেচিত হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়